রাজধানীতে মেস থেকে গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৩, ০৮:৫৭ পিএম

রাজধানীতে মেস থেকে গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

রাজধানীর মিরপুর এলাকার একটি মেসবাসা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের ২ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে রেশাদ আকবর প্রত্যয় (৩৩) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রেশাদ আকবরের গ্রামের বাড়ি যশোর শহরের বেজপাড়ায়। তিনি একটি বায়িং হাউসে চাকরি করতন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, পারভেজ ইসলাম বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধারের সময় একটি ‘চিরকুট’ উদ্ধার করেছে পুলিশ। ও্ট ‘চিরকুটে’ ‘আত্মহত্যার’ কথা বলা হয়েছে। ডাইনিংয়ের জায়গায় আয়না দেখে বটি দিয়ে সে গলা কেটে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তারপরও বিষয়টি পুরো নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করা হচ্ছে।

পল্লবী থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও  জানান, তৃতীয় তলার ফ্ল্যাটটিতে ছয়জন মেস করে থাকেন। ঘটনার সময় প্রত্যয়সহ তিনজন ছিলেন। দুইজন রুমে ঘুমাচ্ছিলেন।

ওসি পারভেজ আরও জানান, প্রত্যয় নিজের গলা কাটার পর গোঙানির শব্দ শুনে দুইজন বের হয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশে বটি ছিল। তার খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের বরাত দিয়ে পল্লবী থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, “রাশিয়ায় লেখাপড়া করে দেশে ফিরে কোনো স্থায়ী চাকরি করতে না পারার বেশ হতাশাগ্রস্ত ছিলেন প্রত্যয়। প্রায় তিন বছর আগে বিয়ে হলেও তা বেশি দিন টেকেনি। মানসিক সমস্যার কারণে প্রত্যয় চিকিৎসাও নিয়েছেন।”

Link copied!