মার্চ ৮, ২০২৩, ০২:২১ এএম
রাজধানীতে গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই শোক বার্তা পাঠানো হয়।
শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।
প্রসঙ্গত, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৮ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশংকা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রাত পর্যন্ত নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে। হাসপাতাল সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
নিহতরা হলেন-ইসলামপুরের মমিনুল ইসলাম (৩৮) ও তাঁর স্ত্রী নদী বেগম (৩৫), সুড়িটোলার বাসিন্দা কাতারপ্রবাসী মো. সুমন (২১), চিটাগাং রোডের বাসিন্দা মাইনুদ্দিন আখন্দ (৪৮), আলুবাজার এলাকার মো. ইসমাইল (৪২), বরিশালের ইসহাক মৃধা (৩৫), কেরানীগঞ্জের রাহাত (১৮), চাঁদপুরের মতলবের আল আমিন (২৩), বংশালের নাজমুল হোসেন (২৫), মানিকগঞ্জের ওবায়দুল হাসান বাবুল (৫৫) ও মুন্সিগঞ্জের আবু জাফর সিদ্দিকি (৩৪) এবং মনসুর হোসেন (৪০), আকৃতি বেগম (৭০), ইদ্রিস মীর (৬০), হৃদয় (২০) ও নুরুল ইসলাম ভূঁইয়া (৫৫)।