রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। র্যাবের ভাষ্যমতে, ঘেরাও করা বাড়ি থেকে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে অভিযান শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে বসিলার একটি বাড়ি ঘেরাও করে র্যাব-২। বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় র্যাব। প্রায় দুই ঘন্টা অভিযানের পর সকাল সাড়ে আটটার দিকে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রায় ৩ লাখ টাকা, পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরী বুলেটপ্রুফ জ্যাকেটসহ দেশীয় ও বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাসাটির দারোয়ানের উদ্ধৃতি দিয়ে র্যাব জানায়, গত ২ সেপ্টেম্বর সংবাদকর্মী পরিচয়ে উজ্জ্বল মাস্টার বাসাটি ভাড়া নেয়। তার পাশাপাশি আরো দুইজন লোকের আসা যাওয়া ছিল বলে জানা গেছে।
প্রসঙ্গত, এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের খাগডহরে চালানো এক অভিযানে অস্ত্রসহ ৪ জঙ্গিকে আটক করে র্যাব। ময়মনসিংহ থেকে আটককৃত জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসিলায় অভিযান চালানো হয়।