এপ্রিল ২, ২০২২, ০৭:১৪ পিএম
রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে সেচ না পাওয়ায় দুই কৃষকের আত্মহত্যায় প্ররোচনা দাতাদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় কৃষক সমিতি। বক্তারা বলেন, কৃষকের এই ত্যাগ আত্মহত্যা নয়, এটি একটি লড়াই। এটা একজন কৃষকের সর্বোচ্চ প্রতিবাদ। তিনি তাঁর জীবন দিয়ে এই প্রতিবাদ করে গেছেন।
শনিবার বেলা ১১টায় নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলার সহ-সভাপতি ফরজ আলী মানববন্ধনে সভাপতিত্ব করেন।
গত ২৩ মার্চ গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি ও রবি মারানডি তাঁদের ধানখেতে পানি না পেয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। এ ঘটনার পর তোলপাড় শুরু হলে নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়। ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও অভিযুক্ত অপারেটরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।