করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে মৃত্যুর সংখ্যা কোনোভাবেই থামছে না। বরং এই বিভাগের বিভিন্ন জেলায় করোনার মৃত্যুমিছিলে প্রতিদিনই নতুন নতুন মরদেহ যোগ হচ্ছে। শনাক্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিভাগের করোনা চিকিৎসার অন্যতম প্রধান চিকিৎসালয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও করোনা রোগী ভর্তি হচ্ছেন এই হাসপাতালে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট ও নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় করোনায় আক্রান্ত হয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো দৈনিক করোনা রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮ টার মধ্যে তাদের করোনায় মৃত্যু হয় বলে রিপোর্টে বলা হয়।
রামেক হাসপাতালের প্রতিদিনের রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায়, বুধবার গত ২৪ ঘন্টায় হাসপাতালে মারা যায় ২৫ জন। মঙ্গলবার (১৩ জুলাই) গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার একদিনে ১৪ জন মারা গেছেন। রবিবার (১১ জুলাই) একদিনে ১৯ জন, শনিবার (১০ জুলাই) ১৪ জন, শুক্রবার ১৮ জন, বৃহস্পতিবার ১৮ জন, বুধবার ২০ জন, মঙ্গলবার (০৬ জুলাই) ১৯ জন, সোমবার (০৫ জুলাই) ১৮ জন, রবিবার (০৪ জুলাই) ১২ জন, শনিবার (০৩ জুলাই) ১৩ জন, শুক্রবার ১৭ জন ও বৃহস্পতিবার (১ জুলাই) ২২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো রামেক হাসপাতাল রিপোর্টে বলা হয় ‘হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ২ জন রয়েছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, নওগাঁর ১ জন, পাবনার ১ জন ও নাটোরের ১ জন করোনা পজিটিভ আক্রান্ত ছিলেন। অন্যদিকে, মৃতদের মধ্যে রাজশাহীর ১জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন করোনা নেগেটিভ শনাক্ত ছিলেন। মৃত অন্য ১২ জন সন্দেহভাজন রোগী হিসেবে হাসপাতালে ভর্তি ছিলেন।
রিপোর্টে আরও বলা হয় ‘বুবৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫৬ জন। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে মোট ৫০৭ জন করোনারোগী ভর্তি আছেন। এদিন গত ২৪ ঘন্টায় ৪৫ জন রোগী হাসপাতাল ছেড়েছেন বলেও রিপোর্টে জানানো হয়।
রামেক হাসপাতালের রিপোর্টে আরও বলা হয়, বৃহস্পতিবার (১৫ জুলাই) পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট ৫০৭ জন রোগীর মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৮ জন, নাটোরের ৭১ জন, নওগাঁর ৪৩ জন, পাবনার ৫৭ জন, কুষ্টিয়ার ১৫ জন, চুয়াডাঙ্গার ১ জন, জয়পুরহাটের ৬ জন, সিরাজগঞ্জের ১ জন ও বগুড়ার ২ জন রয়েছেন।
রিপোর্টে আরও বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া ৫০৭ জন রোগীর মধ্যে করোনায় পজিটিভ শনাক্ত ২৫১ জন, সন্দেহভাজন ২০৩ জন ও ৫৩ জন নেগেটিভ রোগী রয়েছেন।