রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেওয়া অবস্থান থেকে সরে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত ৮টার দিকে তিনি সেখান থেকে চলে যান।
এ সময় মির্জা ফখরুল গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘ব্যাগে করে বিস্ফোরক দ্রব্যাদি পুলিশ বিএনপি কার্যালয়ের ভেতরে নিয়ে গেছে।’
আজ বুধবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহত হয়েছেন। বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাঁকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে বলা হয়। তবে মির্জা ফখরুল কার্যালয়ে না ঢুকে সামনে বসে থাকেন। পরে তিনি চলে যান।
এসময় মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা পাঁয়তারা করছে। পুলিশ আমাদের কার্যালয় থেকে সিসিটিভি, হার্ডডিস্ক, প্রয়োজনীয় কাগজপত্র— সব নিয়ে গেছে; যাতে হামলার কোনো আলামত না থাকে।
সর্বশেষ
নয়া পল্টনে পুলিশি হামলা, দলীয় কার্যালয়ে অভিযান এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বিএনপি। প্রতিবাদ কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ হবে বলে বুধবার রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত হয়, যাতে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে এই কর্মসূচির কথা জানানো হয়।