চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেলের ছাদ থেকে লাফ দিয়ে আরিফ কবির নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) রাত রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ের বিশতলা থেকে লাফ দিয়েছিলেন আরিফ। পুলিশ বলছে, তিনি লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
মৃত যুবক আরিফ কবির (২৪) রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।
কোতয়ালী থানার ইন্সপেক্টর রেজাউল করিম সংবাদমাধ্যমকে জানান, ‘সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে আরিফ নাশতা করতে র্যাডিসন ব্লুতে প্রবেশ করেন।ওই হোটেলের বিশতলার রেস্তোরাঁয় অবস্থান করেন তিনি। নাশতা পুরোপুরি শেষ না করেই রাত ৮টা ৫০ মিনিটের দিকে আরিফ রেস্টুরেন্ট থেকে লাফ দেন। পরে থানা পুলিশকে জানানো হলে আমরা ঘটনাস্থলে যাই। রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, আরিফের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা চট্টগ্রাম এসেছেন।
আরিফের মায়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন, আরিফ গত ৯ নভেম্বর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। মাঝে-মধ্যে মোবাইল ফোনে তাদের সঙ্গে কথা বললেও কোথায় আছেন সেটি বলেননি। সর্বশেষ গতকাল বিকাল ৪টার দিকে কল করে বলেছেন, খুব দ্রুত বাসায় ফিরবেন।’
পুলিশ তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে জানা গেছে, আরিফ একাই রেডিসন ব্লুতে গেছেন। হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার এই ছয় দিনের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।