রোজা গেলে বুঝবেন আন্দোলন কাকে বলে: মির্জা আব্বাস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২২, ১০:৩৩ পিএম

রোজা গেলে বুঝবেন আন্দোলন কাকে বলে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “বুঝতে পারবেন আন্দোলন শুরু হলেই। যখন শুরু হবে বুঝতে পারবেন, কোন ঈদের পর আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন শুরু হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে। রোজার জন্য খানিকটা স্থগিত আছে। রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে।”

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইস্কাটন এলাকায় লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

কোন ঈদের পর বিএনপি আন্দোলন শুরু করবে তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস এসব কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “উনি (প্রধানমন্ত্রী) দেশে শক্তিশালী বিরোধী দল দেখতে পাচ্ছেন না। দেশে বিরোধী দলকে মেরে-পিটে-কেটে, গুম করে, হত্যা করে, জেলে পুরে, শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিএনপি এমন একটি দল, যে দল শেষ হয়নি।”

মির্জা আব্বাস বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট দল লালন করেছেন তার সুযোগ্য সহধর্মীনী বেগম খালেদা জিয়া, যে দল পরিচর্যা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই দল দুর্বল হওয়ার নয়। এই দলকে আপনারা দুর্বল করতে পারবেন না। এই দল শক্তিশালী বিরোধী দল হিসেবে, শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে ঈদের পর আপনাদের কিছু একটা উপহার আমরা দেবো। অপেক্ষায় থাকেন, বেশি দেরি হবে না।”

Link copied!