রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএই’র সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৪:৪৮ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএই’র সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গা শরণার্থীকে ওই দেশে ফেরত পাঠাতে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসনে এই সহযোগিতা চান।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে মার্চে ওই দেশ সফরে যাচ্ছেন।

ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমিরাত প্রধানমন্ত্রীর  বৈঠকের বিষয়বস্তু ঠিক করতেই মূলত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং সংকটের দ্রুত সমাধানের জন্য সংযুক্ত আরব আমিরাতের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে গভীর রাজনৈতিক সম্পৃক্ততা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা, বর্ধিত বিমান ও সামুদ্রিক সংযোগ বিশেষ করে দুই দেশের সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি শিপিং সংযোগ স্থাপন এবং সরাসরি কার্গো ফ্লাইট চালু করার বিষয়ে পারস্পরিক প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতা, আইসিটি, এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সহযোগিতার নতুন ফর্ম অন্বেষণ করতে সম্মত হন যাতে সম্পর্ককে ব্যাপকভাবে উন্নীত করা যায়। অংশীদারিত্ব দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন।

Link copied!