জুলাই ১৪, ২০২৩, ০৩:৩৯ এএম
পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে উজরা জেয়ার সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এসময় পররাষ্ট্র সচিব বলেন, “আমাদের খুব উল্লেখযোগ্য একটি বৈঠক হয়েছে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার ও দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের রোহিঙ্গা ইস্যু, মানবাধিকার বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।”
গতকাল বুধবার কক্সবাজারে উজরা জেয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়টি তুলে ধরে মাসুদ বিন মোমেন বলেন, “তিনি(উজরা জেয়া) সেখানকার সার্বিক বিষয়ে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আমরা দেশের শ্রমিকদের অধিকার ও তাদের নিরাপত্তার বিষয়টি জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তাদের জানিয়েছি।”
এসময় পররাষ্ট্র সচিব আরও বলেন, “আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে জন্য আমরা তার কাছে অনুরোধ জানিয়েছি।”
পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১১ জুলাই সন্ধ্যায় উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি ভারতের দিল্লি হয়ে ঢাকা পৌঁছে। এসময় রজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগ জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।