লকডাউনের পঞ্চম দিনে মোবাইল কোর্টের ৩৫টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২১, ০২:০৩ এএম

লকডাউনের পঞ্চম দিনে মোবাইল কোর্টের ৩৫টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে মোবাইল কোর্টের দায়ের করা ৩৫টি মামলায় ২০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৪০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া পরিচালিত মোবাইল কোর্টে ১৫টি মামলায় ১৫ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ১১টি মামলায় ২ হাজার ২০০ টাকা এবং এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ৩৫টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ২০ হাজার ৬০০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

Link copied!