লকডাউন শেষেই খুলবে শিল্প-কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২১, ০৫:১৮ পিএম

লকডাউন শেষেই খুলবে শিল্প-কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) শেষ হলেই শিল্প-কারখানা খুলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৭  জুলাই)  করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ৫ আগস্টের আগে শিল্পকারখানা খোলা যায় কি না সে বিষয়ে শিল্পপতিসহ অনেকেই সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু এই অনুরোধ সম্ভবত রাখতে পারছি না।

সর্বাত্মভাবে টিকাদান কার্যক্রম শুরু করতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ কাজের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত থাকতে হবে।’

গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনষেধ আরোপ করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওেই প্রজ্ঞাপনে কঠোর বিধিনষেধ বাস্তবায়ন করতে মোট ২৩টি বিধিনিষেধ মানার বিষয়ে বলা হয়।  এর মধ্যে  সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকার কথা বলা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও বিধিনিষেধকালে বন্ধ থাকবে। সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

 

Link copied!