ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে লাগা আগুন লাগার ঘটনায় দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ও পানিতে ডুবে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হলো।
সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মো. রাসেল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়। শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, রাসেলের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।
এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধদের মধ্যে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগী সংখ্যা ২১। এর মধ্যে ৪ জন মারা গেছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ জন। অন্যরা এখনও চিকিৎসা সেবা নিচ্ছেন।
প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামে ওই লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ পাওয়া গেছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। অগ্নিদগ্ধ ও আহতদের অনেককে তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।