ঝালকাঠিতে এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৭০ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, ভর্তি থাকা সবাই শঙ্কামুক্ত।
হাসপাতালে দায়িত্বরত বরিশাল কাশীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, সকাল ৭টা থেকে লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের হাসপাতালে আনা শুরু হয়। বেশির ভাগ যাত্রীর হাত-পা এবং নাক-মুখ দগ্ধ হয়েছে।
শের-ই-বাংলা মেডিক্যালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, সকাল থেকেই তিনি বিষয়টি মনিটরিং করছেন। লঞ্চের আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ঝালকাঠির জেলা প্রশাসক জহর আলী জানিয়েছেন, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়। সে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় যাত্রীরা দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন। এ পর্যন্ত ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।