এপ্রিল ৫, ২০২১, ০১:৫৮ এএম
শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহি ওই লঞ্চটি ডুবে যায়। এরমধ্যে পাঁচ যাত্রীর মৃতদেহ এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার (০৪ এপ্রিল) রাতে গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল কর্মকর্তা মো. রায়হান।
মো. রায়হান বলেন, ডুবে যাওয়া লঞ্চটি ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যেয়, নৌপুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কর্মীরা।
লঞ্চডুবির ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ এর পরিচালককে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, এদিন সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় রাবিতা আল হাসান নামের লঞ্চটি। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সিগঞ্জ টার্মিনালে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।
মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্জ কবির হোসেন বলেন, লঞ্চটিতে ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী ছিল। নিখোঁজ যাত্রীদের স্বজনরা মুন্সিগঞ্জ লঞ্চঘাট ও এর আশপাশে ভিড় করেছেন।