এপ্রিল ১০, ২০২৩, ০৫:০৮ পিএম
রাজধানীর গুলিস্তানে বঙ্গবাজার মার্কেটে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পায়নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত তদন্ত কমিটি। সিগারেট অথবা মশার কয়েল থেকেই ওই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে তারা। সোমবার দুপুরে তদন্ত কমিটির প্রধান ডিএসসিসি জোন-১ এর নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনীন এ তথ্য জানান।
তদন্ত কমিটির প্রধান মেরিনা নাজনীন বলেন, তারা আগামীকাল (মঙ্গলবার) তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তিনি আরও বলেন ,আদর্শ মার্কেট এবং মহানগর শপিং কমপ্লেক্সের লাগোয়া অংশের তৃতীয় তলার এমব্রয়ডারি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এর কাছাকাছি বিদ্যুতের কোনো ডিস্ট্রিবিউশন বক্স ছিল না। নিদির্ষ্ট কয়েকটি জায়গা ছাড়া পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। মার্কেট দুটির বিদ্যুতের লাইন সব সময়ই রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকে। শুধু নিরাপত্তা প্রহরীদের থাকার জায়গা, মসজিদ ও মার্কেট অফিসে লাইট ছিল।
তবে ইন্টারনেটের রাউটার চালু ছিল। আদর্শ মার্কেটের চার তলায় নিরাপত্তা প্রহরীদের থাকার জায়গা রয়েছে। তাদের থাকার জায়গার নিচেই রয়েছে একটি এমব্রডারি কারখানা ও একটি গোডাউন। কমিটির সদস্যদের ধারণা, সাহরির সময় ভোর ৪টার দিকে চার তলা থেকে সিগারেটের কোনো ফিল্টার তৃতীয় তলায় পড়ে এমব্রডারি কারখানা অথবা গোডাউনে প্রথমে আগুন ধরে। অথবা নিরাপত্তা প্রহরীদের থাকার জায়গার জলন্ত মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুটি তদন্ত সংস্থা আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবাজার মার্কেটে ওই আগুনের ঘটনা ঘটে। এতে বঙ্গবাজারে পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। আগুন নেভাতে বাংলাদেশ বিমান বাহিনী,নৌবাহিনি,সেনাবাহিনীসহ র্যাব, বিজিবি ও পুলিশে একযোগে কাজ করে।