শিক্ষকদের ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত নয়: হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২১, ০৪:০১ পিএম

শিক্ষকদের ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত নয়: হাইকোর্ট

স্কুল, কলেজ, মাদরাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে ওই আদেশ দেন।

মাগুরার স্কুল শিক্ষক বাদশা মিয়া গত ১৪ বছর ধরে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। এই অবস্থায় তিনি রিট করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায়  ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ে আরও বলা হয়, স্কুল, কলেজ ও মাদরাসার  কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে।

হাইকোর্টে রিটকারী স্কুল শিক্ষক বাদশা মিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবীঅ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

 

Link copied!