শিক্ষার্থীর জীবন না ভিসির পদ কোনটা বড়, জবাব দেননি শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২২, ০৫:০০ পিএম

শিক্ষার্থীর জীবন না ভিসির পদ কোনটা বড়, জবাব দেননি শিক্ষামন্ত্রী

আমরণ অনশনে অনেকেই অসুস্থ হলেও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে অনড়৷ শিক্ষা মন্ত্রীর সাথে ভার্চুয়াল মিটিংয়ের বিষয়ে সংবাদ সম্মেলন করে আজ সোমবার দুপুরে ভিসি বাসভবনের সামনে এক সংবাদসম্মেলনে  শিক্ষার্থীরা জানান, ভিসি পদত্যাগের বিষয়ে এখনও প্রস্তুত নয়, ভিন্নপথে সমাধান খুঁজছেন শিক্ষামন্ত্রী ডা দীপুমনি। ভিসির পদত্যাগের বিষয়ে 'ছাত্রদের জীবন বড় না, ভিসির পদ বড়' শিক্ষার্থীদের এমন প্রশ্নের কোন স্পষ্ট উত্তর দেননি শিক্ষামন্ত্রী৷

সংবাদসম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, গতকাল (২৩) জানুয়ারির ঘোষণা অনুযায়ী তাদের গণঅনশন কর্মসূচি আরও বড় পরিসরে করার প্রস্তুতি চলছে৷ প্রয়োজনে ভিসি বাসভবনের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেবে আন্দোলনকারীরা। সিরাজুন্নেসা হল প্রভোস্টের দুর্ব্যবহারের প্রতিবাদে তিনদফা দাবিতে ছাত্রীদের আন্দোলন শুরু হয় ১৩ জানুয়ারি। ১৫ জানুয়ারি পুলিশের হামলার পর তা ভিসি পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। ২০ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করে।

অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ১৯ জন ভর্তি আছে হাসপাতালে। বাকি ৯ জন অনশনস্থলে অবস্থান করছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে সারাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা।

Link copied!