শিনজো আবেকে ফখরুলের চিঠি দেশদ্রোহিতার শামিল: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৮:৪২ পিএম

শিনজো আবেকে ফখরুলের চিঠি দেশদ্রোহিতার শামিল: তথ্যমন্ত্রী

২০২০ সালের ২৭ জানুয়ারি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চিঠি দিয়েছিলেন, তা দেশদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “মির্জা ফখরুল সাহেব এই সমস্ত রিপোর্টকে অস্বীকার করেছিলেন। পরে তিনি স্বীকার করেছেন। এ ধরণের চিঠি বিদেশি রাষ্ট্রের কাছে লেখা সেটি শুধু জাতির জন্য, দেশের জন্যই  অমঙ্গলজনক নয়, এটি দেশদ্রোহিতার শামিল।”

এসময় আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, “মির্জা ফখরুল সাহেবের চিঠির ভাষা যদি তাই হয় যে, জিয়াউর রহমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন, তাহলে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করা সেটিই গণতন্ত্র কি না বিএনপির কাছে সেটিই আমার প্রশ্ন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, বিশ্ব গণতন্ত্র সূচকে দেশের ধারাবাহিক অগ্রগতি-গণতন্ত্র নিয়ে বিএনপি ও তাদের দোসরদের সমালোচনাকে অসত্য ও অসার প্রমাণ করেছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী।

Link copied!