শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের ভিড়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২২, ০৫:৩৯ পিএম

শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের ভিড়

রাজধানীতে ফিরতে মানুষের উপচেপড়া ভিড় রয়েছে শিমুলিয়া ঘাটে। পরিবারের সঙ্গে ঈদ শেষে কর্মজীবী মানুষ ফিরছেন নিজ কর্মস্থলে। দক্ষিণাঞ্চলের মানুষ মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাট থেকে পদ্মা পার হয়ে শিমুলিয়া ঘাটে এসে নামছেন। ব্যবস্থাপনা ভালো থাকায় ঘাটে নেমেই যানজটহীন রাজধানীতে রওনা হতে পারছে বাসগুলো। তাই শিমুলিয়া ঘাটে জটলা নেই।

অনেকটা বিড়ম্বনাহীন ঘাট পার হচ্ছেন মানুষ। বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি-বিআইডব্লিউটিএ বলছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৫ হাজার মানুষ পদ্মা পার হয়েছে। শনিবার (৭ মে) সকাল থেকে ১০ ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে রাতে ৭ ফেরি চলাচল করায় ফেরিস্বল্পতায় অনেক যানবাহনকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। বাংলাবাজার ঘাটে ৪০০ এবং মাঝিরকান্দি ঘাটে শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এ ঘাটে শুধু হালকা যান, অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যের যান পারাপার করা হচ্ছে।

শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে ৮৫ লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট সকাল ৬টা থেকে যাত্রী পারাপার করছে।

Link copied!