শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২২, ০২:৫৫ এএম

শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে তীব্র স্রোত ও পানির ঘূর্ণিপাকের কারণে শিমুলিয়া- বাংলাবাজার ও শিমুরিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিব্হন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।  বুধবার (২২ জুন) সকাল সাড়ে ৫টা পর্যন্ত  এই নৌরুটে ফেরি বন্ধ থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “দিনভর নৌরুটে মোট ৫টি ফেরি চলছিল। তবে নদীতে পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোত ও পানির ঘূর্ণন দেখা যাচ্ছে। এমতাবস্থায়  নৌযান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি বন্ধ থাকবে।“

তিনি বলেন, এ বিষয়ে মাইকিং করে ঘাটে উপস্থিত থাকা সবাইকে জানানো হয়েছে। যানবাহন পারাপারে বিকল্প নৌরুট ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। মাইকিংয়ের পর ব্যক্তিগত যানবাহন, জরুরি ও অ্যাম্বুলেন্স ঘাট ত্যাগ করেছে। তবে কিছু সংখ্যক পণ্যবাহী গাড়ি রয়েছে সকালে পাড়ের অপেক্ষায়।

প্রসঙ্গত, এ নিয়ে আজ তৃতীয় দিনের মত নদীতে তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হলো।

Link copied!