শুভেচ্ছা জানাতে জাপানের জাহাজ এখন চট্টগ্রামে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২২, ০৭:৩৫ পিএম

শুভেচ্ছা জানাতে জাপানের জাহাজ এখন চট্টগ্রামে

জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের জাহাজ জেএস উরাগা ও জেএস হিরাডো শনিবার চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে। জেএস হিরাডো এবং জেএস উরাগা ১০ তারিখে পার্শ্ববর্তী সাগরে বাংলাদেশ নৌবাহিনীর সাথে একটি শুভেচ্ছা মহড়া পরিচালনা করবে।

স্বাগত জানানো হয় জাহাজ দুটোকে

শুভেচ্ছা সফরে জাহাজগুলো পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিক তাকে স্বাগত জানান। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ.ই. স্বাগত অনুষ্ঠানে জনাব আইটিও নাওকি এবং অন্যান্য ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএন ব্যান্ড নৌ রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী সুর বাজিয়েছে। এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস প্রটোয়কে ঐতিহ্যবাহী স্বাগত জানানো হয়।

এই বন্দর পরিদর্শনকালে বাংলাদেশ নৌবাহিনী বোর্ড পরিদর্শনের মত বিনিময় কর্মসূচির আয়োজন করবে। রাষ্ট্রদূত আইটিও এবং জাহাজ প্রতিনিধি দলের সদস্যরা যথাক্রমে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমোডর মীর এরশাদ আলী, কমান্ডার বাংলাদেশ নৌ ফ্লিট এবং রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, চ্যারিম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও জাপানের প্রতিনিধিরা চটট্টগ্রাম সিটি মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। তাছাড়া, জেএস হিরাডো এবং জেএস উরাগা ১০ তারিখে পার্শ্ববর্তী সাগরে বাংলাদেশ নৌবাহিনীর সাথে একটি শুভেচ্ছা মহড়া পরিচালনা করবে।

তৃতীয়বার বন্দর পরিদর্শন হয়েছে

এর আগে ২০১২ এবং ২০১৯ সালে দুইবার চট্টগ্রামে বন্দর পরিদর্শন করেছে। এই তৃতীয় সফরটি একটি খুব স্মরণীয় বছরে হয়েছে, যা জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকীকে চিহ্নিত করেছে। এই বন্দর পরিদর্শন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি দুই দেশের ৫০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান।

এই শুভেচ্ছা সফর জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শন শেষে জাহাজগুলো ২০২২ সালের ১০ জানুয়ারি চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে।

Link copied!