শ্রীপুরে ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১২, ২০২২, ০৪:৫৫ পিএম

শ্রীপুরে ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এতে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহের মোহনগঞ্জগামী মহুয়ান এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়েছে। 

শনিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরে এ ঘটনা ঘটে। 

কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করে। পরে বরমী এলাকার মাইজপাড়ায় গিয়ে ট্রেনের ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে বন্ধ হয়ে যায়।  

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সাড়ে ১১টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বরমী এলাকার মাইজপাড়ায় পৌঁছে বিকল হয়ে বন্ধ হয়ে যায়। বিকল হওয়া ট্রেন উদ্ধারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

স্টেশন মাস্টার আরও বলেন, ঢাকা থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

Link copied!