শ্রীলঙ্কার মতো সরকার পতনের অবস্থা এদেশে হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২২, ১১:১৩ পিএম

শ্রীলঙ্কার মতো সরকার পতনের অবস্থা এদেশে হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা বিশ্বে টিকা চ্যাম্পিয়ন ব্যক্তিত্ব হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আখ্যায়িত করা হয়েছে। সারা বিশ্বে টিকাদান দেশ হিসেবে আট নম্বর দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ। এখনো শ্রীলঙ্কার মতো অবস্থা হয়নি এ দেশে। সরকার পতনের অবস্থাও বাংলাদেশে হয়নি।

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গত কয়েক দিন যাবত করোনায় মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় এবং সারা দেশে করোনা আক্রান্ত খুব একটা নেই। ইতোমধ্যে দেশে ২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশের শতকরা ৯৫ ভাগ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। যারা এখনো বুস্টার ডোজ নেননি, তাদের দ্রুত নিয়ে সুরক্ষা থাকার আহ্বান জানান তিনি।

বাজারে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, বাজারে খাদ্যের কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। কোভিড নিয়ন্ত্রণে আছে বলেই অর্থনৈতিক অবস্থা ভালো আছে। এজন্য আমরা ধর্মকর্মও করতে পারছি। ব্যবসা বাণিজ্য ভালো মতো চলছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন প্রমুখ।

Link copied!