দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইসি কার্যালয়ে পৌঁছেছেন আওয়ামী লীগ নেতারা। রবিবার বিকাল আড়াইটার দিকে আওয়ামী লীগ নেতারা আঁগারগাওস্থ নির্বাচন কমিশনের কার্যালয়ে পৌঁছান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১২ জন কেন্দ্রীয় নেতা সংলাপে অংশ নিচ্ছেন। বিকাল ৩ টায় এ সংলাপ শুরুর কথা রয়েছে।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আছেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার।
এদিকে সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করে আওয়ামী লীগ।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার (১৭ জুলাই) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বসছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৩১ জুলাই) ধারাবাহিক সংলাপের শেষ দিন। সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিলো।