দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনেই ২০ মিনিট দেরিতে শুরু হল নতুন কমিশনের প্রথম মত বিনিময় সভা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় ১১ টা ২৫ মিনিটে।
এর আগে সকাল পৌনে দশটায় প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) অন্যান্য কমিশনাররা সচিবালয়ে গেলে ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকারের নেতৃত্বে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ইসি সচিবরা।
মতবিনিময় সভা শুরুর আগেই সব কমিশনাররা এসে সিইসির দপ্তরে উপস্থিত হন। এরপর তাদের সঙ্গে বৈঠকে বসেন নতুন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।