রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশে শেষে ফেরার পথে ঢাকা-২ আসনের এমপি কামরুল ইসলাম ও শাহিন চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে ছুরিকাঘাতে ১ জন নিহত হয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৮ জুলাই) রাতে আওয়ামী লীগের দুই সহযোগী ও এক ভ্রাতৃপ্রতীম সংগঠন আয়োজিত শান্তি সমাবেশ ও বিএনপির সমাবেশে শেষে ফেরার পথে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
পল্টন থানার ওসি সালাউদ্দিন জানান, সংঘর্ষে মারাত্মকভাবে আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আহতদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
আহতরা হলেন আরিফুল ইসলাম (১৮), জোবায়ের (১৮), মো. রনি (৩২), মোবাশ্বের (১৮)।