কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার জের ধরে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার সৃষ্টি হয়। সেই সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আব্দুর রহিম বিপ্লবী (৩৯)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৭ টা ২০ মিনিটে তাকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া হতে সকাল গ্রেপ্তার করা হয়।
সিআইডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ অক্টোবর কুমিল্লার ঘটনার পর ঢাকার শ্যামপুরের ধোলাইপাড় এলাকার এক ইসলামি সভায় মাওলানা আব্দুর রহিম বিপ্লবী কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে বলেন, ‘মূর্তির পায়ের কাছে যারা পবিত্র কুরআন শরীফ রেখেছে তাদেরকে আগামী বৃহস্পতিবারের মধ্যে (১৪ অক্টোবর) গ্রেপ্তার না করলে ১৫ অক্টোবর জুম্মার নামাক শেষে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে দুর্বরা আন্দোলন গড়ে তোলা হবে এবং বাংলাদেশে একটি পূজামণ্ডপও রাখবো না’।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আব্দুর রহীম কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে নিহতের ঘটনায় পুলিশকে দায়ী ও দোষী করে অপমানজনক, তুচ্ছতাচ্ছিল্য করে অবজ্ঞা ও উগ্র বক্তব্য প্রচার করে।
সিআইডর বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তার এই বক্তব্য জনগণ ও নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার এই বক্তব্য ছড়িয়ে পড়ায় সারাদেশেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে থাকে।
বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং সেলের নজরে এলে তাকে গ্রেপ্তার করা হয়।