সাইন্সল্যাবে গাড়ি ভাঙচুর, বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ০১:১১ পিএম

সাইন্সল্যাবে গাড়ি ভাঙচুর,  বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধনের মাধ্যমে সড়ক অবরোধ করে রাখে। যেকারনে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বাংলা কলেজ, সিটি কলেজ ও ঢাকা কলেজের সামনে হাফপাসের দাবিতে ছাত্ররা আন্দোলন করছে। মোহাম্মদপুর বাস মালিকদের নেতাদের দাবি এখন পর্যন্ত ২০০টির মতো বাস ভাঙচুর করেছে উত্তেজিত শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত,সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে গণপরিবহনগুলো সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া নিচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। এছাড়াও বাসমালিকরা শিক্ষার্থীদেরও হাফ ভাড়ার প্রথা মানতে চাইছে না। এই পরিস্থিতিতে বেশ কয়েকদিন্ ধরে রাজধানীর মিরপুর, বনানী, রামপুরা ও নীলক্ষেত এলাকায় যাত্রী, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সবশেষ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ করে। পরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।এসময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়িও আটক রাখেন ।

Link copied!