সাকসেসফুল ইকোনোমিক লিডার আপনি; একজন রোল মডেল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২৩, ০২:০৫ পিএম

সাকসেসফুল ইকোনোমিক লিডার আপনি; একজন রোল মডেল

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছেন, আপনি আমাদের জন্য অনুপ্রেরণা। আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি। আপনি একজন সফল অর্থনৈতিক নেতা। আপনি একজন রোল মডেল।

গতকাল শুক্রবার বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সচিবালয়ের মার্লবোরো হাউসের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ঋষি সুনাক এসব কথা বলেন। ৩৫ মিনিট ধরে চলা বৈঠকে দুই দেশের সরকারপ্রধান পারস্পরিক সুবিধা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, “ঋষি সুনাক বলেছেন, তার দুটি মেয়ে আছে। তারা ও তার স্ত্রী সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত। মেয়েরা ভবিষ্যতে যেন এ রকম বড় নেত্রী হয়, এ আশা তার।”

সাইদা মুনা বলেন, “ঋষি সুনাক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, আপনি কি করে আপনার দেশকে এ রকম উচ্চ প্রবৃদ্ধিতে রাখতে পারেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের ৫০ বছরের সম্পর্ক খুবই চমৎকার। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।”

বৈঠকে  রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়ার বিষয়টিও স্থান পায় জানিয়ে যক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বলেন, “বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশ বহন করছে। ব্রিটেন বুঝতে পারে, এটা অনেক বড় সমস্যা। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দুঃসাহসিক কাজ করেছে।” এসময় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং জনগণকে ধন্যবাদ জানান এবং বলেন, রোহিঙ্গা বোঝা এখন অনেক বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দুই দেশের সরকারপ্রধানের প্রথম বৈঠক। ঋষি সুনাক ২০২২ সালের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্ভ্যথনা জানান কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কমনওয়েলথ প্রধান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন।

শনিবার ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে মঙ্গলবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Link copied!