সাতছড়ি উদ্যানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে অভিযান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২১, ১০:৩৮ এএম

সাতছড়ি উদ্যানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে অভিযান

হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চলছে। অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চম্পক ধাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা জানিয়েছে, সিটিটিসি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এখনো অভিযান অব্যাহত আছে।

এর আগে, চলতি বছরের ১৩ আগস্ট সাতছড়ি এলাকায় মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে বিজিবি। অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে ১ আগস্ট থেকে বিজিবি সাতছড়ি এলাকায় নজরদারি করে।

গত ৩ মার্চ সাতছড়ি জাতীয় উদ্যানে রাতভর অভিযান চালিয়ে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংবাদ সম্মেলনে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী বলেছিলেন, 'রকেট লঞ্চারের গোলাগুলো অনেক পুরনো। বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে বনের ভেতর মাটি খুঁড়ে এগুলো রাখা হয়েছিল। গোলাগুলো প্লাস্টিকের কাভারের ভেতর পলিথিনে মোড়ানো ছিল।'

এর আগে, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটা গান, ৬টি এসএলআর, একটি অটো রাইফেল, ৫টি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ওই বছরের ১৬ অক্টোবর চতুর্থ দফার উদ্যানের ভেতরে মাটি খুঁড়ে ৩টি মেশিনগান, ৪টি ব্যারেল, ৮টি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন ৮টি বেল্ট ও উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

পঞ্চম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার হয়। ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

Link copied!