গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের হামলায় মজনু মিয়া নামে পার্কের এক কর্মচারী আহত হয়েছেন। আহত মজনু স্থানীয় বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি সাফারি পার্কের হাসপাতালে গেইটম্যান হিসেবে কর্মরত আছেন।
রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মজনুকে স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, ‘কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। রবিবার সকাল ৮টার দিকে একটি মাদি এবং একটি পুরুষ বাঘ একত্রে বাঘ এনক্লোজারের ভেতরে বিচরণ করছিল। এক পর্যায়ে পুরুষ বাঘটি বাইরে বেরিয়ে যায়।এ সময় গেইটম্যান মজনু বাঘের সামনে পড়ে গেলে সে থাবা দেয়। পরে পার্কের অন্যান্য কর্মচারীরা মিলে মজনুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
আলহেরা হাসপাতালের চিকিৎসক গোলাম মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, ‘বাঘের আক্রমণে মজনু মিয়ার শরীরে ক্ষত তৈরি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’