সাবেক অর্থমন্ত্রী মুহিত করোনায় আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২১, ১২:১৮ এএম

সাবেক অর্থমন্ত্রী মুহিত করোনায় আক্রান্ত

 

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) তার ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোর ভট্টাচার্য জানান, ৩ থেকে ৪ দিন আগে মুহিত স্যারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সোমবার (২৬ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চেকআপ করেছেন। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দেয়নি বলেও জানায় সাবেক  অর্থমন্ত্রীর এই ব্যক্তিগত সহকারী।

এদিকে, আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এএসএ মুয়িয সুজন গণমাধ্যমে জানান, গত কয়েকদিন ধরে সাবেক এই অর্থমন্ত্রী শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় রবিবার (২৫ জুলাই) তিনি করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে।  একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।

এসময় আবুল মাল আবদুল মুহিত এর সুস্থতায় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

Link copied!