সাম্প্রদায়িক দাঙ্গা নয়, রাজনৈতিক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২১, ০৪:৫৭ পিএম

সাম্প্রদায়িক দাঙ্গা নয়, রাজনৈতিক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস

বর্তমান সরকার সামাজিক সম্প্রীতি চায় না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন,‘সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা হচ্ছে রাজনৈতিক চক্রান্ত। দেশের মানুষের মুখে কুলুপ দেওয়ার জন্য এই রাজনৈতিক চক্রান্ত।’ সরকার সামাজিক সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও তিনি দাবি করেন।  

সোমবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক দল আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এসব কথা বলেন। দেশে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে কথা বলবে না। কারণ, তারাতো ‘উন্নয়নের জোয়ারে’ ভাসছে। তারা বাংলাদেশের বারোটা বাজিয়ে দিচ্ছে।’ সকল দিক থেকে বাংলাদেশ একটি অশান্তির দেশ হিসেবে পরিণত হয়েছে বলেও  তিনি মন্তব্য করেন।

বিএনপির লোকেরা মুখে কুলুপ দিয়ে বসে থাকে না উল্লেখ করে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটিরি এই নেতা বলেন, ‘দয়া করে মুখ সামাল দিন। সামাল দিয়ে কথা বলবেন। নইলে কোথাও যদি আপনাদের একা পেয়ে যায় পাবলিক, তাহলে কিন্তু পালাতে পারবেন না। কথা বলার সময় সাবধানে কথা বলবেন।’

মির্জা আব্বাস বলেন, সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা হচ্ছে রাজনৈতিক চক্রান্ত। দেশের মানুষের মুখে কুলুপ দেওয়ার জন্য এই রাজনৈতিক চক্রান্ত।

আগামীতে নির্বাচিত সরকারের দাবি জানিয়ে মির্জা আব্বাস আরও বলেন, ‘নির্বাচিত সরকার হলেই এই দেশের অশান্তি থামবে। নির্বাচিত সরকার এদেশের ভালো-মন্দ দেখবে। আওয়ামী লীগকে দিয়ে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন কখনোই সম্ভব নয়।’

মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি যে তামাশার চক্রান্ত করছেন, তা আপনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পূজামণ্ডপের ঘটনা ঘটিয়ে চক্রান্তমূলকভাবে সম্প্রতি নষ্ট করছেন। এটা হতে দিবো না।’

Link copied!