সিরাজগঞ্জে ছাগল বাঁধাকে কেন্দ্র করে বিবাদে আহত ৭

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ১০:৪৭ পিএম

সিরাজগঞ্জে ছাগল বাঁধাকে কেন্দ্র করে বিবাদে আহত ৭

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির সীমানায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে বিবাদে নারীসহ সাতজন আহত হয়েছেন। পরে আহত সাফিয়া খাতুন ৯৯৯-এ ফোন করে সাহায্য চাইলে তাড়াশ থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।

ঈদের দিন মঙ্গলবার (৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার তালম ইউনিয়নের তালম কাশিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি তাড়াশ থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তালম কাশিয়াপাড়ার আইয়ুব আলীর একটি ছাগল প্রতিবেশী মোহাম্মদ জহুরুল ইসলামের বাড়ির সীমানায় বাঁধাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যা পরবর্তী সময়ে ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিন মীমাংসা করে দেন। কিন্তু ঈদের দিন দুপুরে সেই মীমাংসার বিষয় নিয়ে আইয়ুব আলী গ্রামবাসীর সঙ্গে আলাপ করছিলেন। এ সময় প্রতিপক্ষ প্রতিবেশী মোহাম্মদ জহুরুল ইসলাম তা শুনে রেগে গিয়ে আইয়ুবের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে সেখান থেকে জহুরুল ইসলাম ফিরে যান। কিছুক্ষণ পর জহুরুলের নেতৃত্বে তার ১০-১২ জন আত্মীয়-স্বজন সংঘবদ্ধ হয়ে হাঁসুয়া, শাবল, লাঠিসোঁটা নিয়ে আইয়ুব আলীর স্বজনদের ওপর হামলা চালায়। এতে আইয়ুব আলী (৩৫), তার ভাই আব্দুল লতিফ (৪০) এবং আইয়ুব আলীর স্ত্রী সাফিয়া খাতুনসহ সাত জন আহত হন।

 

Link copied!