সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫ ইউপিতে ভোট বৃহস্পতিবার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২৩, ১১:৩০ পিএম

সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫ ইউপিতে ভোট বৃহস্পতিবার

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন- ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জের ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৬ মার্চ)। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে।

পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৭২ ও সংরক্ষিত নারী আসনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ৮৬ হাজার ৭৮০ জন। তাঁদের মধ্যে ৪৩ হাজার ৭১৭ জন পুরুষ ও ৪৩ হাজার ৫৩ জন নারী।

এদিকে নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে মঙ্গলবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ততায় অতিবাহিত করেন প্রার্থীরা। শেষ দিনে গণসংযোগ, পথসভা ও খণ্ড মিছিল করে ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রাণপণ চেষ্টা চালান তাঁরা।

নির্বাচন উপলক্ষে ইউনিয়নগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, র‍্যাব সদস্যরা টহলে থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইভিএমের যাবতীয় সরঞ্জাম ইতোমধ্যে ৪৫টি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার সাইদুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা জানান, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ভোটারসহ সবার সহযোগিতা পাওয়ার আশা করছেন তিনি।

Link copied!