জুন ৫, ২০২২, ০৪:৫৬ পিএম
চট্রগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জন্য সরকারের ব্যর্থতা সম্পূর্ণভাবে দায়ী বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়নে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারের ব্যর্থতা এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী। সরকার শুধু মাত্র পোর্টের উন্নয়নের কথা বলে, কিন্তু পোর্টের ভেতরের অবস্থা যে ভঙ্গুর তা বলে না।” এ ঘটনায় অগ্নিদগ্ধদের উপযুক্ত চিকিৎসা সেবা দেয়া, দুর্ঘটনা মোকাবেলা ও জনগণের জীবনের নিরাপত্তা দিতেও সরকার ব্যর্থ বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসসচিব বলেন, “এই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আওয়ামী লীগকে বিতাড়িত করতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অস্তিত্ব বিপন্ন হবে। বিএনপি তখনই নির্বাচনে যাবে, যখন এই দেশে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকার গঠন হবে।”
বিএনপি কোনো জোটবদ্ধ হয়ে আন্দোলন করছে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ বিএনপি যুগপৎ আন্দোলন করছে। যেখানে প্রতিটি রাজনৈতিক দলে তার নিজস্ব অবস্থানে থেকে আন্দোলনে অংশ নেবে। প্রয়োজনে আন্দোলনের ধারার মধ্য দিয়ে নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হবে কিনা।” বিএনপি এখন এককভাবে আন্দোলন করছে এবং অন্যদেরও এককভাবে আন্দোলন করার আহবান জানানো হয়েছে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা শাখা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার রাত ১০ টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এসময় পরপর বেশ কয়েকটি বিস্ফোরণে কেপে ওঠে চারপাশ।এ দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযানে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের ৯ কর্মী। হতাহত হয়েছেন ৪ শতাধিক।