জুন ২২, ২০২৩, ১০:৪৩ পিএম
‘বিএনপি কি এবার দেশ বিক্রি করবে? নাকি সেন্টমার্টিন বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়?’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য সার্বভৌম রাষ্ট্রের জন্য চরম অসম্মানজনক বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। সার্বভৌমত্ব কোনোক্রমেই বিনিময় যোগ্য নয়; সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়া প্রতিক্রিয়ায় জেএসডি সভাপতি এসব কথা বলেন।
বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, “বিষয়টির সঙ্গে যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত তাই এ প্রস্তাবের উৎসসহ বিস্তারিত বিবরণ দেশবাসীর সামনে প্রকাশ করা উচিৎ। গণবিচ্ছিন্ন এবং বৈধতার সংকটে বিপর্যস্ত সরকারের পক্ষেই এসব অমর্যাদাকর বক্তব্য দেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, নির্বাচনবিহীন সরকার কী কী রাষ্ট্রীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে এতদিন ক্ষমতায় টিকে আছে, জনগণ তা জানতে চায়।
জেএসডি সভাপতি বিবৃতিতে আরও বলেন, “এসব ভয়ঙ্কর বক্তব্য- ঘোষিত বিদেশ নীতি `সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়`-এর সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। ভোটাধিকারের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য এসব অমর্যাদাকর বক্তব্য প্রদান এবং গুজব ছড়ানো থেকে সরকারকে বিরত থাকতে হবে।”
প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতা চান না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিএনপি কি এবার দেশ বিক্রি করবে? নাকি সেন্টমার্টিন বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? এটা আমাকে দিয়ে হবে না।” এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জেএসডি সভাপতি বৃহস্পতিবার বিবৃতি দেন।