জুলাই ২৪, ২০২৩, ০১:১৪ পিএম
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
জাতীয় নীতিমালা তৈরির আশ্বাস না পাওয়ার মঙ্গলবার (২৫ জুলাই) প্রথম প্রহর রাত ১২টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুল্যান্স ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি এই ধর্মঘটের ডাক দিয়েছে।
গতকাল রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো সমিতির সভাপতি মো গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি পূরণ না হওয়ায় সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্যোগ ও দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সংগঠনের পক্ষ থেকে যে দাবী করা হয়, যেগুলো হলো-সেবাখাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে এ প্রাইভেট কারের মতো আয়কর (এটিআই) নেয়া বন্ধ করা; অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রনয়ন করা; অবিলম্বে প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন; দেশের সব হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দেয়া; রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নিতে ব্যবস্থা করে দেয়া; সড়কে হয়রানি মুক্ত ও নিবিঘ্নে পথ চলতে চাই। এর নিশ্চয়তা দেয়া।
প্রসঙ্গত, ঢাকা মহানগর অ্যাম্বুল্যান্স মালিক সমবায় সমিতির তথ্য মতে, বিভিন্ন সমিতির আওতায় দেশে প্রায় ১০ হাজার বৈধ অ্যাম্বুল্যান্স চলাচল করছে। এর বাইরে ব্যক্তি মালিকানাধীন আরো প্রায় আড়াই হাজার অ্যাম্বুল্যান্স চলাচল করছে। সমিতি এসব অ্যাম্বুল্যান্সকে অবৈধ বলছে।