সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো।
সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রীর মধ্যে একজনের তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক।
আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে জানিয়েছে, বৃহস্পতিবার (৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার মক্কায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার পাসপোর্ট নম্বর- ইএফ০৮৫২৮৩৯। তবে তাদের মৃত্যুর কারণ বুলেটিনে জানানো হয়নি।
এদিকে আজ শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজের দিন। হজযাত্রীরা মধ্যরাত থেকেই মিনা হতে আরাফার উদ্দেশে যাত্রা শুরু করেন। ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিদায় হজের স্মৃতি বিজড়িত ময়দান।