স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১২:০৮ পিএম

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গনভবনে স্মারক ডাকটিকেট অবমুক্তকরণ, উদ্বোধন খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে বিমান প্রতিমন্ত্রী, সচিব, বিমানের এমডি, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী, সচিব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা সাধারণত বিমান নামে পরিচিত বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। এটি প্রধানত রাজধানীতে অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টহ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এর কার্যক্রম পরিচালিত হয়।

১৯৭২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক রুটের পাশপাশি আভ্যন্তরীণ রুটেও যাত্রী এবং মালামাল পরিবহন করে। বিশ্বের প্রায় ৭০ টি দেশের সাথে বিমানের বিমান সেবা চুক্তি রয়েছে।

Link copied!