অক্টোবর ২১, ২০২২, ১২:৩৬ পিএম
চট্টগ্রাম চিড়িয়াখানায় নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এগুলো চিড়িয়াখানায় পৌঁছায়।
চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন প্রাণী আনার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা আমদানি করা হয়েছে।
তিনি বলেন, 'আজ সকাল ১০টায় সর্বসাধারণের জন্য এসব প্রাণী উন্মুক্ত করা হয়েছে।'
১২ প্রাণীর মধ্যে দুইটি পুরুষ, চারটি স্ত্রী ক্যাঙারু এবং দুইটি পুরুষ লামা, চারটি স্ত্রী লামা আনা হয়েছে বলে জানান তিনি।