হাইওয়ে ওসির বিরুদ্ধে অটোচালককে পেটানোর অভিযোগ, বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ০৮:১৫ পিএম

হাইওয়ে ওসির বিরুদ্ধে অটোচালককে পেটানোর অভিযোগ, বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় অটোচালককে পিটিয়ে আহত করার অভিযোগে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। এসময় মহাসড়ক অবরোধ করেন অটোচালকেরা।

পরে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রবিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কয়েকজন অটোচালক জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় মহাসড়কে অটোচালানোর অপরাধে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি অটোচালক হৃদয় মাতুব্বর (২১) কে পেটান। এক পর্যরায়ে ওসির হাতে থাকা ওয়ারলেস সেট দিয়ে অটোচালক হৃদয়ের মাথায় আঘাত করে।

আহত অটোচালক হৃদয় মাতুব্বর ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার পাঞ্জু মাতুব্বরের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, “অবৈধ অটো ধরা নিয়ে পুলিশের সাথে অটোচালকদের সমস্যা হয়েছিল। অটোচালকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। এ সময় পুলিশ গিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অটোচালকরা তাদের কর্মসূচি থেকে ফিরে আসেন।”

Link copied!