হাইকমিশন স্থাপন ও ঢাকা-নাইরোবি সরাসরি ফ্লাইট চায় কেনিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ১১:২১ পিএম

হাইকমিশন স্থাপন ও ঢাকা-নাইরোবি সরাসরি ফ্লাইট চায় কেনিয়া

বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে ঢাকায় হাইকমিশন স্থাপন করতে চায় আফ্রিকার দেশ কেনিয়া। পাশাপাশি আকাশ পথে ঢাকা-নাইরোবি সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে আলোচনা সভায় ঢাকা সফররত কেনিয়ার প্রতিনিধিদল এসব আগ্রহের কথা জানান। কেনিয়া প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও রাজনীতিবিষয়ক সেক্রেটারি জেনারেল মই লেমোশিরা।

আলোচনা সভায় কেনিয়ার এই কূটনীতিক বলেন, “শিগগিরই ঢাকায় কেনিয়ার হাইকমিশন স্থাপন করা হবে। আকাশ পথে সরাসরি যোগাযোগ স্থাপনে বাংলাদেশ বিমান ও কেনিয়া এয়ারওয়েজের মধ্যে আলোচনা চলছে।”

পররাষ্ট্রনীতিতে কেনিয়া ইন্দো-প্যাসিফিক কৌশল গ্রহণ করেছে উল্লেখ করে কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচিব  আরও বলেন, “কেনিয়ার কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। কেনিয়ায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য খাত, আবাসন, তথ্য প্রযুক্তি ও শিল্প খাতে বাংলাদেশের জন্য বিনিয়োগ সম্ভাবনা আছে। কেনিয়ায় বিনিয়োগের মাধ্যমে সমগ্র আফ্রিকার বাজারে পণ্য সরবরাহ করা সম্ভব।”

অলোচনা সভায় এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, “বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত ও প্লাস্টিক পণ্য, সিরামিকস, প্রক্রিয়াজাত সামুদ্রিক খাবার ও কৃষি পণ্য আমদানি করতে পারে কেনিয়া। এছাড়াও পর্যটন, তথ্য প্রযুক্তি, সমুদ্র অর্থনীতি ও কৃষি খাতে পারষ্পরিক সহযোগিতা বাড়ানো যেতে পারে।”

এফবিসিসিআই’র এই সিনিয়র সহ-সভাপতি মনে করেন,দক্ষিণ আফ্রিকান কমন মার্কেট (সিওএমইসিএ) এবং পূর্ব আফ্রিকান কমিউনিটির সদস্য কেনিয়া। এসব কারণে আফ্রিকায় বাংলাদেশি পণ্যের বাজার তৈরিতে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ ও কেনিয়ার শীর্ষ ব্যবসায়িক সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব করেন এফবিসিসিআই’র এই নেতা।

এর আগে, কেনিয়ার ফরেন সার্ভিস অ্যাকাডেমির মহাপরিচালক স্টেলা মোকায়া ওরিনা জানান, দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ ও কেনিয়ার ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে এরইমধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বেসরকারি পর্যায়ে সম্পর্ক জোরদার করা হলে দুই দেশই লাভবান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!