হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার: কৃষিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২২, ০২:৪৬ পিএম

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার: কৃষিমন্ত্রী

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “অবশ্যই আমাদের প্রণোদনা আছে। ওখানে আমন ওইভাবে হয় না, একটাই ফসল। আমরা ইতোমধ্যে কর্মসূটি নিয়েছি আউশে প্রণোদনা দেয়ার জন্য। ক্ষয়ক্ষতি মেটানোর অবশ্যই চাষীদের পাশে এই সরকার থাকবে।”

মঙ্গলবার সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে কৃষিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, “এখনও সেই সময় হয়নি। এখন মেঘ আকাশে, আমি কৃষিমন্ত্রী হিসেবে সব সময়ই একটা আতঙ্কের মধ্যে থাকি, আমাদের চিন্তিত করে। প্রকৃতির উপর তো আমাদের হাত নেই।”

কৃষিমন্ত্রী বলেন, “আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদেও আলোচনা করেছি, এমনিও যোগাযোগ রাখছি। তিনি বলেছেন, দেখো, প্রস্তুতি রাখো যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য। দুদিনে অস্বাভাবিকভাবে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, আবার ১৪-১৫ তারিখে ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বৃষ্টি যদি আল্লাহ সরিয়ে নেন বা কোনো পরির্তন হয়- এটাই আমরা আশা করি।”

স্থানীয় প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের হিসাবে, সুনামগঞ্জের হাওরে উজানের ঢলে বাঁধ ভেঙে ৫ হাজার হেক্টরের কিছু বেশি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবশ্য মঙ্গলবার নির্দিষ্ট করে আকস্মিক বন্যায় কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কৃষিমন্ত্রী।

Link copied!