হাফ পাসের দাবিতে আন্দোলন: শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২১, ১১:৩৬ এএম

হাফ পাসের দাবিতে আন্দোলন: শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বকশিবাজার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। দাবি না মানলে ২৫ তারিখ সকালে আবার নীলক্ষেতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।

পরে অবস্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে চলে যান শিক্ষার্থীরা।

Link copied!