স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে তিনি বাসায় ফিরেছেন।
মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মহাসচিব বর্তমানে সুস্থ আছেন। দুদিন হাসপাতালে থাকার পর স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল রাতে তিনি বাসায় ফেরেন।
এর আগে, গত রবিবার (১৫ জানুয়ারি) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল।
উল্লেখ্য, সম্প্রতি কারাগার থেকে মুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। গত ৯ জানুয়ারি কারামুক্ত হন তিনি। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর দিবাগত রাতে তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।