হাসপাতাল থেকে থানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে তাকে গুলশান থানা থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হলেও গুরুতর কোন অসুস্থতা না থাকায় তাকে আবার গুলশান থানায় ফেরত নেওয়া হয়।
গুলশান থানার ডিউটি অফিসার এএসআই অলিন্দ্র শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে এ তথ্য জানান।
গুলশান থানার ডিউটি অফিসার জানান, গত কয়েকদিনে রাসেলের খাওয়া-দাওয়ায় অনিয়ম হওয়ায় তার অ্যাসিডিটির সমস্যা হয়। এতে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার কোন গুরুতর সমস্যা খুঁজে না পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তাকে রাত ১২টার দিকে আবার থানায় ফিরিয়ে নেওয়া হয়।
ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল গুলশান থানা হাজতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে আইসিইউ না থাকায় তাকে রাজধানীর মিডফোর্ট (সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলশান থানার ইনস্পেকটর (অপারেশন) শেখ শাহানুর রহমান দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাসেল অসুস্থ বোধ করছেন বলে কর্তব্যরত পুলিশকে জানান। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে গুলশান থানা পুলিশের একটি গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। মামলা দায়েরের পর বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের র্যাব সদরদফতর নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে আদালত ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ডের অনুমতি দেন।