হেফাজত নেতাদের সম্পদের খোঁজে দুদকের চিঠি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২১, ০৩:৫৩ এএম

হেফাজত নেতাদের সম্পদের খোঁজে দুদকের চিঠি

হেফাজতের ইসলামের নেতাদের সম্পদের খোঁজ নিতে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ মে) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, হেফাজতে ইসলামের শীর্ষ কমপক্ষে অর্ধশত নেতার সম্পদের তথ্য চেয়ে ব্যাংকসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক।  

সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানান, এসব দপ্তর থেকে তথ্য এলেই শুরু হবে পরবর্তী কার্যক্রম।

সম্পদের তথ্য চাওয়া হেফাজত নেতাদের মধ্যে সংগঠনের আহ্বায়ক কমিটির প্রধান জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের ও মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব, মামুনুল হক, নাসির উদ্দিন মনির, জালাল উদ্দিন, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমীসহ আরও অনেক নেতার নাম রয়েছে।

দুদক সম্প্রতি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের অবৈধ সম্পদের বিষয়ে জানতে পারে। অবৈধ সম্পদ বিষয়কে এক অভিযোগে বলা হয়- সংগঠনের তহবিল, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজের জন্য আসা বিদেশি সহায়তা আত্মসাৎ করেছেন তারা।  

এর আগে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বাবুনগরী, মামুনুল হকসহ হেফাজতের অর্ধশত নেতার বিরুদ্ধে সম্পদ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করে দুদক।  

 

Link copied!