হেফাজত নেতা কাসেমী গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২১, ০১:২৯ এএম

হেফাজত নেতা কাসেমী গ্রেপ্তার

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ নিয়ে ঢাকায় হেফাজতে ইসলামের ১২ নেতা গ্রেপ্তার হলেন। এর আগে গত রবিবার হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশের তেজগাঁও বিভাগ।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারের বিষয়ে ডিবি পুলিশের (গুলশান বিভাগ) উপ-কমিশনার মশিউর রহমান বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর ও সম্প্রতি বায়তুল মোকাররম মসজিদে সহিংসতার ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় কাসেমীকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Link copied!